উপজেলার পটভূমি/ নামকরন:-
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সাথে রেল পথে উত্তরাঞ্চলের যোগাযোগের কেন্দ্রবিন্দু , অন্যতম বৃহত্তর রেলওয়ে জংশন ও কারখানার গৌরব এবং খনিজ সম্পদে উজ্জ্বল সম্ভাবনাময় উপজেলটির নাম পার্বতীপুর । জনশ্রম্নবিহু উপজেলা পার্বতীপুর নামকরণের তথ্যভিত্তিক ইতিহাস পাওয়া যায় না। তবে কেউ কেউ বলেন সুপ্রাচীনকালে হিন্দু অধ্যুষিত এই স্থানে ধুমধামের সাধে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পুজা পার্বন অনষ্ঠিত হতো । এই ধর্মেরই এক দেবতা ‘‘পার্বতী’’ ও নাম অনুসারে এ স্থানের নাম পার্বতীপুর হয়। আবার এ ধরনের প্রবাদও চালু আছে যে, খোলাহাটির সন্নিকটে রাজা কিচকের অপূর্ব সুন্দরী মেযে ছিল যার নাম পায়রাবতী । পায়রাবতী বাল্য বিধাব ছিল । গড়ের অনতি দুরে ডিমালী নামক দীঘিতে দুর্বৃত্ত কর্তৃক অপহুত হবার পর তার স্নীলতাহানী হয় । অতপর পায়রাবতী মনের দুখে ডিমালী দীঘির জলে আত্নহত্যা করে । এই আত্নহত্যাকে কেন্দ্র করে পরবর্তীতে এ স্থানের নাম নাকি পার্বতীপুর হয় । তবে এসব কিংবদমত্মী, প্রবাদ বা জনশ্রম্নতি সমর্থিত নামকরনের পাশ্চাত্যে কোন ঐতিহাসিক সত্যতা নেই ।
উপজেলা চেয়ারম্যান, উপজেলা পরিষদ
জনাব হাফিজুল ইসলাম প্রামানিক
উপজেলা পরিষদ চেয়ারম্যান,
পার্বতীপুর, দিনাজপুর।
টেলিফোন নং- ০৫৩৩৪-৭৪৪৪৬
মোবাইল নং- -০১৭১২১১১৭২৩
ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ
মো: রেজাউল করিম
পার্বতীপুর, দিনাজপুর।
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান।
মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ
লতিফা বেগম
পার্বতীপুর, দিনাজপুর।
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান।
এই উপজেলাতে ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা রয়েছে ।
ইউনিয়ন:১। বেলাইচন্ডি ২। মনমথপুর ৩। রামপুর ৪। পলাশবাড়ী ৫। চন্ডিপুর ৬। মোমিনপুর ৭। মোস্তফাপুর ৮। হাবড়া ৯। হামিদপুর ১০। হরিরামপুর।
পৌরসভা:
১। পার্বতীপুর পৌরসভা
উপজেলা পরিষদের কার্যাবলী
উপজেলাপরিষদকার্যক্রমঃ
· পাঁচসালাওবিভিন্নমেয়াদীউন্নয়নপরিকল্পনাতৈরীকরা।
· পরিষদেরনিকট হস্তান্তরিতবিভিন্ন সরকারীদপ্তরেরকর্মসূচী
বাস্তবায়নএবং উক্তদপ্তরের কাজ কর্মসমূহেরতত্ত্বাবধানও সমন্বয় করা।
· আন্তঃইউনিয়নসংযোগকারীরাস্তানির্মাণ, মেরামত ওরক্ষণাবেক্ষণকরা।
· ভূ-উপরিস্থপানিসম্পদেরসর্বোত্তমব্যবহারনিশ্চিতকরার জন্যসরকারেরনির্দেশনাঅনুসারেউপজেলাপরিষদ ক্ষুদ্রসেচ প্রকল্পগ্রহণ ওবাস্তবায়ন।
· জনস্বাস্থ্য, পুষ্টি ওপরিবারপরিকল্পনাসেবানিশ্চিতকরণ।
· স্যানিটেশনও পয়ঃনিস্কাশনব্যবস্থারউন্নতি সাধনএবং সুপেয়পানীয়
জলেরসরবরাহব্যবস্থাগ্রহণ।
· উপজেলাপর্যায়েশিক্ষাপ্রসারেরজন্য উদ্বুদ্ধকরণএবং
সহায়তাপ্রদান;
· মাধ্যমিকশিক্ষা
এবংমাদ্রাসাশিক্ষাকার্যক্রমেরমানউন্নয়নেরলক্ষ্যে সংশ্লিষ্টপ্রতিষ্ঠানগুলোরকার্যক্রমতদারকী ওউহাদিগকেসহায়তা প্রদান।
· কুটির ওক্ষুদ্রশিল্পস্থাপন ওবিকাশের লক্ষ্যেকার্যক্রমগ্রহণ।
· সমবায়সমিতি ওবেসরকারীস্বেচ্ছাসেবীপ্রতিষ্ঠানেরকাজে
সহায়তাপ্রদান এবংউহাদের কাজেসমন্বয় সাধন।
· মহিলা, শিশু, সমাজকল্যাণএবং যুব, ক্রীড়া ও সাংস্কৃতিককার্যক্রমেসহায়তাপ্রদান এবংবাস্তবায়নকরা।
· কৃষি, গবাদিপশু, মৎস্যএবং বনজসম্পদউন্নয়নেকার্যক্রমগ্রহণ ও বাস্তবায়ন।
· উপজেলায় আইন-শৃংখলাপরিস্থিতিরউন্নয়নসহপুলিশ
বিভাগেরকার্যক্রমআলোচনা এবংনিয়মিতভাবেউর্ধ্বতনকর্তৃপক্ষেরনিকটপ্রতিবেদনপ্রেরণ।
· আত্মকর্মসংস্থানসৃষ্টি এবংদারিদ্রবিমোচনেরজন্য নিজউদ্যোগেকর্মসূচীগ্রহণ, বাস্তবায়নএবংএতদসম্পর্কেসরকারীকর্মসূচী বাস্তবায়নেসরকারকেপ্রয়োজনীয়সহায়তাপ্রদান।
· উপজেলা পরিষদেরউন্নয়নকার্যক্রমেরসমন্বয় সাধনও
পরীক্ষণএবংপ্রয়োজনীয়সহায়তাপ্রদান।
· নারী ও শিশুনির্যাতনইত্যাদিঅপরাধসংগঠিত
হওয়ারবিরুদ্ধেজনমতসৃষ্টিসহঅন্যান্য প্রতিরোধমূলককার্যক্রমগ্রহণ।
· সন্ত্রাস, চুরি, ডাকাতি, চোরাচালান, মাদক দ্রব্যব্যবহারইত্যাদিঅপরাধসংগঠিতহওয়ারবিরুদ্ধেজনমতসৃষ্টিসহঅন্যান্যপ্রতিরোধমূলককার্যক্রমগ্রহণ।
· পরিবেশসংরক্ষণ ওউন্নয়নেরলক্ষ্যেসামাজিকবনায়নসহঅন্যান্যকার্যক্রমগ্রহণ।
·সরকারকর্তৃক সময়েসময়েপ্রদত্তঅন্যান্য কার্যাবলী।
তথ্য সংগ্রহকারী
লিমন দেশী বয়
০১৭২৪৬৭৭৭৮৯, ০১৫৫৩৫৯৪৪৭১
www.parbatipurbd.blogspot.com