শনিবার, ডিসেম্বর ২৯

Parbatipur BD


জেলা সদর থেকে ঠিক পূর্ব দিকে ২৫.১৯ হতে ২৫.৪৭ ডিগ্রী অক্ষাংশ, ৮৮.৪৯ হতে ৮৯.০৫ ডিগ্রী  দ্রাঘিমাংশে পার্বতীপুর উপজেলা অবসিত্মত পার্বতীপুর উপজেলার উত্তরে নীলফামারী জেলা সৈযদপুর উপজেলা, দক্ষিণে ফুলবাড়ী নবাবগঞ্জ উপজেলা, পূর্বে রংপুর জেরার বদরগঞ্জ উপজেলা পশ্চিমে চিরিরবন্দর উপজেলা জেলা সদর থেকে রেল পথের দুরত্ব ৩০ কিলোমিটার সড়ক পথে ৩২ কিলেমিটার এবং সড়ক পথে সৈয়দপুর হয়ে পার্বতীপুরের দুরত্ব ৫২ কিলোমিটার

উপজেলার আয়তন ৩৯৫.১০ বর্গ কিমিপার্বতীপুর থানা সৃষ্টি হয় ১৮০০ সালে এবং পার্বতীপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালেউপজেলা শহর ৯ টি ওয়ার্ড ও ৩৬ টি মহল্লা নিয়ে গঠিত যার আয়তন ৯.৭৩ বর্গ কিমিএই উপজেলার প্রধান নদী চিরনল, খরখড়ি, ছোট যমুনা প্রভৃতিধলবাড়ি বিল এই উপজেলায় অবস্থিতএই উপজেলায় প্রায় ২ লক্ষ ৭৫ হাজার লোকের বাসপার্বতীপুর উপজেলার শিক্ষার হার ৩৫%এখানে ১১ টি কলেজ, ৬০ টি উচ্চবিদ্যালয়, ৮১ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ১০৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩৫ টি মাদ্রাসা, ১ টি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, ২৪ টি স্যাটেলাইট বিদ্যালয়, ১১ টি কমিউনিটি বিদ্যালয়, ১ টি বিএড কলেজ রয়েছেসাংস্কৃতিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৩২ টি গ্রামীন ক্লাব, ১ টি পাবলিক লাইব্রেরি, ১ টি মহিলা সংগঠন, ২ টি নাট্যমঞ্চ, ৭ টি নাট্যদল, ২ টি সাহিত্য সংগঠন ও ১ টি সার্কাস দলমানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র, এনজিও পরিচালিত স্বাস্থ্য কেন্দ্র, সরকারী রেলওয়ে হাসপাতাল ও স্যাটেলাইট ক্লিনিক

শুক্রবার, ডিসেম্বর ২৮

পার্বতীপুর উপজেলার একমাএ বাংলা ওয়েব পোর্টাল


পার্বতীপুর উপজেলার একমাএ বাংলা ওয়েব পোর্টাল দেখুন


www.parbatipurbd.blogspot.com